ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪২, ৬ অক্টোবর ২০২৩   আপডেট: ১৯:৪৪, ৬ অক্টোবর ২০২৩
কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে দীর্ঘ ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। টানা বৃষ্টির কারণে রেললাইনের ওপর জমে থাকা পানি কিছুটা সরে যাওয়ায় এবং লাইন দৃশ্যমান হওয়ায় গতি কমিয়ে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু করেছে।

শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় কিশোরগঞ্জ রেলস্টেশনের মাস্টার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

রেলস্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নাসিরাবাদ ট্রেনটি আজ সকালে কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন স্কুলের পাশে আটকা পড়ে। পরে বিকেলে রেললাইনের উপর থেকে পানি কিছুটা কমে যাওয়ায় ট্রেনটি প্রায় ৯ ঘণ্টা আটকা থাকার পর গতি কমিয়ে ময়মসিংহের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টিপাতের কারণে কিশোরগঞ্জ সদর উপজেলার কানিকাটা এলাকায় প্রায় দেড় থেকে দুই কিলোমিটার রেললাইন পানিতে তলিয়ে যায়। এতে চট্টগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। পরে ট্রেনটি বিকেলে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপরে চট্টগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেসটি ট্রেনটিও ছেড়ে যায়।

রুমন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়