ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

চবিতে ছাত্রলীগের ২ গ্রুপের ফের সংঘর্ষ, আহত ৮

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ৬ অক্টোবর ২০২৩   আপডেট: ২০:২১, ৬ অক্টোবর ২০২৩
চবিতে ছাত্রলীগের ২ গ্রুপের ফের সংঘর্ষ, আহত ৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে আবারো সংঘর্ষ হয়েছে। হোটেলে খাবার খেতে গিয়ে দুই পক্ষের কথা কাটাকাটির জেরে শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে ৮ জন আহত হয়েছেন। 

আরও পড়ুন: চবি ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

আরো পড়ুন:

আরও পড়ুন: চবিতে ফের ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ

খোঁজ নিয়ে জানা যায়, ক্যাম্পাসের একটি হোটেলে খাবার খাওয়ার সময় ছাত্রলীগের বগি ভিত্তিক বিজয় গ্রুপের অনুসারী মাহির চৌধুরীর সঙ্গে কথা কাটাকাটি হয় সিক্সটি নাইনের অনুসারী আজমিরের। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনার পর দুই পক্ষের অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিকেল ৩টার দিকে সংঘর্ষে জড়ায় তারা। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ইটের আঘাতে উভয় গ্রুপের ৮ জন আহত হন। 

বিশ্ববিদ্যালয়েল প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার বলেন, খাবার হোটেল থেকে সংঘর্ষের সূত্রপাত। প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। 

রেজাউল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়