ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

এমন কাদাপানি আগে দেখেনি তিস্তা পাড়ের মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ৬ অক্টোবর ২০২৩  
এমন কাদাপানি আগে দেখেনি তিস্তা পাড়ের মানুষ

কুড়িগ্রামের তিস্তা নদীতে কয়েক ঘণ্টার ব্যবধানে উজান থেকে নেমে আসা পানির ঢল কমেছে। এরই মধ্যে, তিস্তার পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

এবার তিস্তা নদী দিয়ে যে পানি প্রবাহিত হয়েছে, তা সম্পূর্ণ কাদাপানি। গত তিন যুগেও এমন কাদাপানি দেখেনি তিস্তা পাড়ের মানুষ। এদিকে, পানি কমে যাওয়ায় স্বস্তিতে নদীপাড়ের মানুষ।

স্থানীয়রা বলছেন, তিস্তায় কাদাপানি আসার ফলে জমিতে পলিমাটি জমবে। পানি শুকিয়ে গেলে জমিতে সেই পলিমাটি থেকে যাবে। পরবর্তীতে আবাদ করলে ফলন ভালো হবে।

উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের শমসের আলী বলেন, তিস্তায় কখনো এমন কাদাপানি দেখিনি। এবার নদীতে সব কাদাপানি এসেছে। এই পানি গায়ে লাগালেও পানিবাহিত রোগ হতে পারে।

রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের আজমত বলেন, মুহূর্তেই পানি এসে নেমে গেছে। তিস্তায় এবার সব কাদাপানি এসেছে। ফলে জমিতে পলিমাটি থেকে যাবে। পানি শুকিয়ে গেলে জমিতে আবাদ করলে ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, শুক্রবার বিকেল ৩টায় কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার সকালে একই পয়েন্টে পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, গত ৪৮ ঘণ্টায় কুড়িগ্রামে ৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৮ অক্টোবর পর্যন্ত চলমান আবহাওয়া বিরাজ করতে পারে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, তিস্তার পানি বৃদ্ধি পেলেও ভাটিতে পানি না থাকায় তা দ্রুত নেমে গেছে।

সৈকত/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়