ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

ফরিদপুরে ডেঙ্গুতে আরও ৩ নারীর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৩, ৭ অক্টোবর ২০২৩  
ফরিদপুরে ডেঙ্গুতে আরও ৩ নারীর মৃত্যু

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তারা হলেন—ফরিদপুরের সদরপুর উপজেলার চরকুমারিয়া গ্রামের মো. ইমনের স্ত্রী রিতু বেগম (২০), রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কনক বসুর স্ত্রী করুণা বসু (৫০) এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর এলাকার আলফু সেখের স্ত্রী সালমা বেগম (৬৮)। এ নিয়ে ফরিদপুর জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৭০ জনে।

গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ৩২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮৩৫ জন ডেঙ্গু রোগী। 

শনিবার (৭ অক্টোবর) সকালে এসব তথ্য জানিয়েছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ৭৫ জন ডেঙ্গু রোগী। বর্তমানে এ হাসপাতালে ৩৮১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

তামিম/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়