ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

ভাঙ্গায় প্রধানমন্ত্রীর জনসভা সফলে নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ৮ অক্টোবর ২০২৩   আপডেট: ১০:১৩, ৮ অক্টোবর ২০২৩
ভাঙ্গায় প্রধানমন্ত্রীর জনসভা সফলে নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা

আগামী ১০ অক্টোবর ঢাকা-ভাঙ্গা ট্রেন চলাচলের উদ্বোধন শেষে ফরিদপুরের ভাঙ্গায় প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) বিকেলে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে শহরের খন্দকার কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। 

ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরউল্লাহ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

স্বপ্নের পদ্মা সেতুর পর এবার পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় ঢাকার কমলাপুর থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচলের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাওয়া থেকে ট্রেনে করে পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গা জংশনে এসে নামবেন প্রধানমন্ত্রী। পরে ঐ দিনে বিকেলে ভাঙ্গা উপজেলার ডা. কাজী ইউসুফ স্টেডিয়ামে জনসভায় প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে সকল ধরনের প্রস্তুতি নিতে আওয়ামী লীগের বর্ধিত সভায় স্থানীয় নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বর্ধিত সভা শেষে সন্ধ্যায় জনসভা স্থল পরিদর্শন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

তামিম/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়