ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

‘বিডি ক্লিন বাংলাদেশ’র পরিচ্ছন্নতা অভিযান

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৪, ৮ অক্টোবর ২০২৩  
‘বিডি ক্লিন বাংলাদেশ’র পরিচ্ছন্নতা অভিযান

পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রতিজ্ঞাবদ্ধ ‘বিডি ক্লিন বাংলাদেশ’। যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস পরিহারসহ সকলকে সচেতন করতেই বিডি ক্লিন তারুণ্য দেশব্যাপী মাঠ পর্যায়ে কাজ করছে। 

সপ্তাহে একদিন ধারাবাহিক পরিষ্কার করে চলেছে সারাদেশের বিভিন্ন জায়গায়। যার ফলে বিডিক্লিন’র ‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’ এখন সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে। 

৬ অক্টোবর বিডি ক্লিন—কুমিল্লার মনোহরগঞ্জ টিম উপজেলা পরিষদ ও তার আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার মাধ্যমে তাদের প্রথম ইভেন্ট সম্পন্ন করে। 

কুমিল্লা জেলা সমন্বয়ক মোসলেহ উদ্দিন মোল্লার উপস্থিতিতে প্রথমেই রিপোর্টিং পর্ব শেষে পরিচয়ের মাধ্যমে ইভেন্ট শুরু হয়। কুমিল্লা জেলার অতিরিক্ত সমন্বয়ক মনির হোসেন পরিষ্কার-পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষে একজন সচেতন নাগরিকের দায়িত্ব-কর্তব্য সম্পর্কিত দিকনির্দেশনামূলক আলোচনা করেন। 

ইভেন্ট পরিচালনা করেন মারিয়া সুলতানা মিমি। মিডিয়া ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন সাইফুল ইসলাম এবং লজিস্টিকের দায়িত্ব পালন করেছেন সাঈদ রহমান। 

ঢাকা/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়