ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

ঝিনাইদহের মধুগঞ্জ বাজারে আগুন, অর্ধকোটি টাকার ক্ষতি

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ৯ অক্টোবর ২০২৩  
ঝিনাইদহের মধুগঞ্জ বাজারে আগুন, অর্ধকোটি টাকার ক্ষতি

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে দুই দোকানের মালামাল পুড়ে ছাই হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) সকাল ৬ টার দিকে মধুগঞ্জ বাজার এলাকার নতুন ব্রিজের কাছে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানায়, আজ (সোমবার) সকালে মধুগঞ্জ বাজার এলাকার ‘রাজধানী ক্রোকারিজ’ নামের প্রতিষ্ঠানে আগুন লাগে। আগুনের ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসের কর্মীদের জানানো হয়। মুহূর্তের মধ্যে তীব্রতা বেড়ে পাশের ‘মিজানুর এ্যালুমিনিয়াম স্টোরের’ গোডাউনেী আগুন লেগে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে দুই প্রতিষ্ঠানের প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে ধারণা করছেন দোকান মালিকরা।  

মিজানুর এ্যালুমিনিয়াম স্টোরের মালিক মিজানুর রহমান জানান, রাজধানী ক্রোকারিজে প্রথমে আগুন লাগে। এরপর সেটি তাদের গোডাউনে ছড়িয়ে পড়ে। দুই প্রতিষ্ঠানের গোডাউনের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অবশিষ্ট কিছুই নেই। তার প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।

কালীগঞ্জ ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের তীব্রতা থাকায় দুটি প্রতিষ্ঠানের গোডাউনের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

শাহরিয়ার/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়