বরিশালে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
বরিশালে মোটরসাইকেল চালক ফয়সাল আহমেদ প্রিন্স হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) সকালে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওবায়েদ উল্লাহ সাজু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০১৯ সালে ৫ মার্চ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার খয়রাবাদ গ্রামে টিউবওয়েল বসাতে আসা শ্রমিক রাসেল হাওলাদার, শাহীন, বেল্লাল ও ইদ্রিস ওই এলাকার ভাড়ায় চলিত মোটরসাইকেল চালক ফয়সাল আহমেদ প্রিন্সকে মাথায় আঘাত করে হত্যা করেন। পরে তার মোটরসাইকেল, মোবাইল ও টাকা নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
২০২০ সালের ৩১ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। ২৮ সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রাসেল হাওলাদারকে মৃত্যুদণ্ড এবং বেল্লাল, শাহিন ও ইদ্রিসকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া, অভিযোগ প্রমাণিত না হওয়ায় সৈয়দ মৃধা নামের এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
স্বপন/কেআই