ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বরিশালে ডেঙ্গুতে ৫ মৃত্যু, শনাক্ত ৩০৭

নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ১১ অক্টোবর ২০২৩   আপডেট: ১৭:৩৮, ১১ অক্টোবর ২০২৩
বরিশালে ডেঙ্গুতে ৫ মৃত্যু, শনাক্ত ৩০৭

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ নারীসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে নতুন করে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছেন ৩০৭ জন। বুধবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন।

মারা যাওয়ারা হলেন- বরিশালের বাবুগঞ্জ উপজেলার উজ্জলা বেগম (৭৫), বরগুনা সদর উপজেলার এমদাদুল হক (৬২), পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আলো বেগম (৩৫), ভোলা জেলার দৌলতখান উপজেলার কুলসুম (৬০) ও পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার লাবনী আক্তার (২৮)। এদের মধ্যে তিন জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, একজন পিরোজপুর সদর হাসপাতালে এবং একজন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৭ হাজার ৯৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৬ হাজার ৮৬১ জন। বিভাগে এখন পর্যন্ত ১২৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৮৯ জন, ভোলা সদর হাসপাতালে ৯ জন, বরগুনা সদর হাসপাতালে ৫ জন, পিরোজপুর সদর হাসপাতালে ১২ জন ও পটুয়াখালীর দুই হাসপাতালে ৭ জন ও ঝালকাঠি হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।

আরো পড়ুন:

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ১০৩ জন, পটুয়াখালীতে ৫৯ জন, পিরোজপুরে ৬৪ জন, ভোলায় ১৮ জন, বরগুনায় ৫৩ জন ও ঝালকাঠিতে ১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বুধবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৯৯১ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

স্বপন/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়