ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

বিদ্যালয়ের পাশে বজ্রপাত, শিক্ষকসহ ১৪ শিক্ষার্থী আহত

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৭, ১১ অক্টোবর ২০২৩  
বিদ্যালয়ের পাশে বজ্রপাত, শিক্ষকসহ ১৪ শিক্ষার্থী আহত

মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়

পটুয়াখালীর রাঙ্গাবালীর একটি বিদ্যালয়ে পাঠদান চলাকালে ব্রজপাতে এক শিক্ষকসহ ১৪ শিক্ষার্থী আহত হয়েছেন। 

বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে বজ্রপাত হয়। আহতদের মধ্যে ৯ জনকে কলাপাড়া ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৫ জন রাঙ্গাবালী উপ-স্ব্যস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। 

আহতরা হলেন- মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুজিত বিশ্বাস ও শিক্ষার্থী উম্মে হাবিবা, ফাতিহা, দিবা, নাদিরা, তহুরা, তনিমা, মুনিয়া, তামিমা কারিমা, মোহনা, নাদিয়া সাবিনা এবং মৌডুবী হাই এ সরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টার দিকে মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে বজ্রপাতের ঘটনা ঘটে। মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক ও ১২ শিক্ষার্থী আহত হন। এসময় ওই স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় মৌডুবী হাই এ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে হাবিবাও আহত হন। আহতদের বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। 

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিনময় হাওলাদার জানান, বজ্রপাতে আহত ৫ জন কলাপাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা অনেকটা শঙ্কামুক্ত।  

মোডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন খান জানান, সকালে মৌডুবী এলাকায় প্রচুর বৃষ্টি ছিল। হঠাৎ বিদ্যালয়ের পাশে বজ্রপাত হয়। এসময় এক শিক্ষক সহ ১৪ জন আহত হন। 

ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়