ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

ফরিদপুরে যুবককে নৃশংসভাবে হত্যা 

ফরিদপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৯, ১২ অক্টোবর ২০২৩   আপডেট: ১০:০৬, ১২ অক্টোবর ২০২৩
ফরিদপুরে যুবককে নৃশংসভাবে হত্যা 

ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুরে মেহগনি বাগান থেকে আসাদুজ্জামান নূর ওরফে তুরাগ (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ জানিয়েছে, মৃতদেহের বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন, ডান হাতে আঘাতের চিহ্ন এবং দুই হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে।

জানা গেছে, নিহত তুরাগ জেলা শহরের মধ্য আলীপুর কানাই মাতুব্বর মোড় এলাকার আলাউদ্দিন হাওলাদারের ছেলে।

গোবিন্দপুর এলাকার একটি মেহগনি বাগানে তার ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইমসিন ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তামিম ইসলাম/টিপু 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়