ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে ঝাঁঝরা কৃষকের চোখ-মুখ

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৮, ১৩ অক্টোবর ২০২৩  
পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে ঝাঁঝরা কৃষকের চোখ-মুখ

যশোরের বেনাপোলে বেগুন তুলতে গিয়ে জমিতে থাকা পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে মুরাদ হোসেন (১৮) নামের এক কৃষক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে বড় আঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে। মুরাদ হোসেন একই গ্রামের আরিফের ছেলে।

স্থানীয়রা জানান, বেগুন ক্ষেতে বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন, ককটেলের আঘাতে মুরাদ হোসেনের চোখ-মুখ ঝাঁঝরা হয়ে গেছে। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

রিটন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়