দিনাজপুরে আমন ক্ষেত পরিচর্যায় ব্যস্ত চাষিরা
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ভালো ফলনের আশায় মাঠে কীটনাশক ছিটানোয় ব্যস্ত দিনাজপুরের আমন চাষিরা
আমন ধানের খেতে সার ছিটানো, আগাছা পরিষ্কার ও কীটনাশক দেওয়ায় ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের কৃষকরা। জেলা কৃষি অধিদপ্তরের তথ্য মতে, চলতি মৌসুমে এই জেলায় ২ লাখ ৬০ হাজার ৭৪০ হেক্টর জমিতে আমন ধান চাষ করেছেন কৃষকরা।
জেলার হাকিমপুর উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, মাঠে মাঠে সবুজের সমাহার। ধান গাছ গামর হয়ে উঠেছে। আর ১০ থেকে ১৫ দিনের মধ্যেই গাছে শীষ বের হবে। আর তাই ধানের বাম্পার ফলনের আশায় কৃষকেরা ক্ষেতে ইউরিয়া সার বিঘাপ্রতি ১৫ থেকে ২০ কেজি ছিটানোর কাজ শুরু করেছেন। একই সঙ্গে তারা ক্ষেতের আগাছা দমন এবং পোকাদমনের জন্য কীটনাশক স্প্রে করছেন।
চলতি আমন মৌসুমে শুরুর দিকে আবহাওয়া অনুকূলে না থাকায় জমিতে ধানের চারা রোপণের কিছুটা বিলম্ব হয়েছে কৃষকদের। তবুও প্রতিকূল আবহাওয়ার মধ্যে জমিতে পানি সেচ দিয়ে অনেক কৃষক ধানের চারা রোপণ করেছেন। বর্তমান প্রতিটি জমিতে পর্যাপ্ত বর্ষার পানি রয়েছে। এবার আমন ধানের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান কৃষকরা।
হাকিমপুর উপজেলার বোয়ালদাড় গ্রামের কৃষক ইলিয়াস হোসেন বলেন, এবার আমি ৬ বিঘা জমিতে আমন ধানের চাষ করেছি। জমিতে আগাছা দমন, কীটনাশক স্প্রেসহ সার ছিটাচ্ছি। আল্লাহ দিলে ফলন ভালো পাবো।
উপজেলার চেংগ্রাম গ্রামের রফিকুল ইসলাম বলেন, আল্লাহ দিলে জমিতে ধানের ফলন ভালোই হয়ছে। তিন বিঘা জমিতে আমন চাষ করেছি। বিঘাপ্রতি ১৮ থেকে ২০ মণ ধান ঘরে নেওয়ার আশা করছি। অল্প জায়গা তাই নিজেই সব কাজ করি, তাতে পোষাই ভালো। এবার জিনিসপত্রের দাম অনেক বেশি। তবুও চাষ করছি, তা না হলে খাবো কি?’
হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম বলেন, চলতি মৌসুমে হাকিমপুর উপজেলায় ৮ হাজার ১১৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। মাঠে ফলন অনেক ভালো দেখা যাচ্ছে। আমরা কৃষকদের সব ধরনের পরামর্শ দিয়ে সাহায্য করছি।
দিনাজপুর জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক নুরুজ্জামান বলেন, এবারের মৌসুমে জেলায় ২ লাখ ৬০ হাজার ৭৪০ হেক্টর জমিতে কৃষকেরা আমন ধান চাষ করেছেন। ধানের ফলন ভালো হয়েছে। আশা করছি কৃষকেরা তাদের কাঙ্খিত ফসল ঘরে তুলতে পারবেন।
মোসলেম/মাসুদ