ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

গোপনে নারীর ভিডিও ধারণের অভিযোগে বিএডিসির কর্মকর্তা গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৩, ১৫ অক্টোবর ২০২৩   আপডেট: ১৮:৫৪, ১৫ অক্টোবর ২০২৩
গোপনে নারীর ভিডিও ধারণের অভিযোগে বিএডিসির কর্মকর্তা গ্রেপ্তার

বাথরুমে গোসলরত এক নারীর ভিডিও গোপনে মোবাইলে ফোনে ধারণ করার অভিযোগে জাফরুল হাসান জুয়েল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছ রংপু মেট্রোপলিটন পুলিশ। রোববার (১৫ অক্টোবর) সকালে রংপুর নগরীর মুন্সিপাড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জুয়েল বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন রংপুরের সহকারী পরিচালক পদে কর্মরত রয়েছেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান।

ওসি মহফুল রহমান জানান, বাথরুমের ভেন্টিলেটর দিয়ে গোপনে মোবাইল ফোনে গোসলের ভিডিও ধারণ করা হয়েছে এমন অভিযোগে ভুক্তভোগী নারীর স্বামী থানায় মামলা করেন। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

বিএডিসি রংপুরের উপ-পরিচালক নির্মলায় কুমার দাস বলেন, বিষয়টি শুনেছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করবো। তারাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

আমিরুল/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়