ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা, পালিয়েছেন প্রেমিক

লালমনিরহাট সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ১৫ অক্টোবর ২০২৩  
বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা, পালিয়েছেন প্রেমিক

প্রেমিকের বাড়ির লোকজন ওই ছাত্রীকে বের করে দেওয়ার চেষ্টা করে

লালমনিরহাটের কুলাঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই দিন থেকে অনশন করছেন এক কলেজছাত্রী। এ ঘটনায় ওই ছাত্রীর মা লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। শুক্রবার (১৩ অক্টবর) বিকেলে থেকে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের শিবেরকুটি গ্রামে প্রেমিক রোকনুজ্জামানের বাড়িতে অনশন করছেন তিনি।

প্রেমিক রোকনুজ্জামান শিবেরকুটি গ্রামের তোজাম মিয়ার ছেলে। ভুক্তভোগী ওই কলেজছাত্রী একই এলাকার বাসিন্দা। তারা দুই জনই কলেজ শিক্ষার্থী। ঘটনার দিন থেকে রোকনুজ্জামান বাড়ি থেকে পালিয়ে আছেন।

রোকনুজ্জামানের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা দুজনে কলেজ শিক্ষার্থী হওয়ায় কলেজে যাওয়ার কথা বলে বিভিন্ন জায়গায় ঘুরতে যান। গত শুক্রবার বিকেলে রোকন বিয়ের কথা বলে প্রেমিকাকে তার বাড়িতে নিয়ে যায়। পরে বাড়ির লোকজন বিষয়টি জানতে পারলে রোকনের উপর রেগে যায়। রোকন ওই ছাত্রীকে বাড়ির উঠানে রেখে পালিয়ে যায়। ওই দিন থেকে কলেজছাত্রী বিয়ের দাবিতে সেখানে অনশনে আছেন। রোকনের বাড়ির লোকজন মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করলেও এলাকাবাসীর বাধার কারণে পারেনি।

আরো পড়ুন:

ওই কলেজছাত্রী জানান, সম্প্রতি তাদের প্রেমের বিষয়টি তার পরিবার জেনে যায়। এরপর থেকে রোকনকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। রোকন তাকে বিয়ে করবে বলে রাজি হয় এবং বিয়ের জন্য তাকে বাড়িতে নিয়ে আসে। এরপরে বিপত্তি বাধে। রোকনের পরিবার বিয়ে মেনে নেবে না বলে সাফ জানিয়ে দেয় এবং রোকনকে গালাগালি করে মারতে আসলে রোকন পালিয়ে যায়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, ঘটনাটি শুনেছেন। এ ব্যাপারে অভিযোগও পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
 

জামাল/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়