ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

পুলিশ দেখে ব্যাগ ভর্তি ফেনসিডিল ফেলে পালালেন দুই যুবক

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৯, ১৫ অক্টোবর ২০২৩   আপডেট: ২০:৪৯, ১৫ অক্টোবর ২০২৩
পুলিশ দেখে ব্যাগ ভর্তি ফেনসিডিল ফেলে পালালেন দুই যুবক

মাগুরার মহম্মদপুর উপজেলায় পুলিশ দেখে ব্যাগ ভর্তি ফেনসিডিল, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফেলে দুই যুবকের পালানোর ঘটনা ঘটেছে। রোববার (১৫ অক্টোবর) দুপুরে মহম্মদপুর-মাগুরা সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলা সদরে মহম্মদপুর-মাগুরা সড়কের ব্র্যাক অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছিলেন জেলা ট্রাফিক পুলিশের একটি দল। এ সময় একটি মোটরসাইকেলে দুই যুবককে আসতে দেখে পুলিশ সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দেন। কিন্তু তারা না থেমে মোটরসাইকেল, ব্যাগ ও একটি মোবাইল ফেলে পালিয়ে যান। পরে ব্যাগ তল্লাশি করে ৯৪ বোতল নিষিদ্ধ ফেনসিডিল পাওয়া যায়।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উল ইসলাম বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পলাতক দুই যুবককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

শাহীন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়