ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

পশুর নদীতে ক্লিংকার নিয়ে ডুবলো লাইটার জাহাজ

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫২, ১৬ অক্টোবর ২০২৩   আপডেট: ০৯:৫৫, ১৬ অক্টোবর ২০২৩
পশুর নদীতে ক্লিংকার নিয়ে ডুবলো লাইটার জাহাজ

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীর সিগনাল টাওয়ার এলাকায় ৮০০ মেট্রিক টন ক্লিংকারবোঝাই এমভি আনমোনা-২ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে।

রোববার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। 

জাহাজের মাস্টার মো. এনায়েত হোসেন বলেন, রোববার রাতে হারবাড়ীয়া ৪ নম্বর থেকে মোংলা শিল্পাঞ্চলের দিকে যাচ্ছিলাম। সাড়ে ৮টার দিকে সিগনাল টাওয়ার এলাকায় পৌঁছালে ডুবোচরে আটকা পড়ে লাইটারটি। কিছু সময় পর আটকে থাকা লাইটার কাত হয়ে ডুবে যায়। এসময় দ্রুত সাঁতরে আমরা সবাই তীরে উঠতে সক্ষম হয়েছি।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মোংলা শাখার সহ-সভাপতি মো. মাঈনুল ইসলাম মিন্টু জানান, মোংলা বন্দরের হারবাড়ীয়া-৪ নম্বরে অবস্থানরত  বাংলাদেশি পতাকাবাহী এমভি জাহান ব্রাদার্স নামক শিপ থেকে ৮০০ মেট্রিক টন ক্লিংকার নিয়ে মোংলা শিল্পাঞ্চলের দিকে যাচ্ছিল এমভি আনমনা-২ নামক লাইটারটি। পশুর চ্যানেলের সিগনাল টাওয়ার এলাকায় আসলে লাইটারটি ডুবে যায়। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মাখরুর জামান জানান, পশুর নদীতে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। তবে চ্যানেলে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

শহিদুল ইসলাম/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়