ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

শ্বশুরবাড়ি দাওয়াতে এসে লাশ হলেন জামাই

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ১৬ অক্টোবর ২০২৩  
শ্বশুরবাড়ি দাওয়াতে এসে লাশ হলেন জামাই

রংপুরের পীরগাছায় শ্বশুরবাড়ি দাওয়াতে এসে আবু তাহের (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। নিহত আবু তাহের একই এলাকার আয়নালের ছেলে। রোববার (১৬ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তার পাশের ৩০ শতাংশ জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল স্থানীয় নূর হোসেন ও আবু কালামের। এ ঘটনায় গত ১১ অক্টোবর দুপক্ষের মারামারি হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসা হয়।

কিন্তু রোববার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় আবু কালামের লোকজন। একপর্যায়ে মধ্যরাতে বেশ কিছু লোকজন নিয়ে হামলা চালায় নূর হোসেনের বাড়িতে। সে সময় দাওয়াতে আসা আবু তাহের দরজা খুলে বের হলে তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। স্বজনেরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রীর বড় ভাই নুর হোসেন বলেন, ভগ্নীপতিকে দাওয়াত দিয়েছিলাম। খাওয়া-দাওয়া শেষে রাত হয়ে যাওয়ায় আর তাকে বাড়ি যেতে দিইনি। রাত আড়াইটার দিকে বেশ কিছু ছেলে এসে আমার বাড়িঘর ভাঙচুর করে। এ সময় আমার ছেলে ও ভগ্নীপতি বের হলে তাদের ওপর হামলা চালায় তারা। এতে আবু তাহের মারা যায়।

নিহতের ছেলে রাসেল বলেন, আমার বাবাকে ৎমামার বাড়ি দাওয়াত দিয়েছিল। তিনি সেই দাওয়াতে গিয়েছিলেন। উনি তো কারো সঙ্গে মারামারি করেননি। তাহলে ওনাকে কেন মারলো তারা?

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আমিরুল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়