ঢাকা     রোববার   ০৭ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৩ ১৪৩১

রূপগঞ্জে চাঁদার জন্য ফুটপাতের ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা 

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ১৭ অক্টোবর ২০২৩   আপডেট: ১০:৪০, ১৭ অক্টোবর ২০২৩
রূপগঞ্জে চাঁদার জন্য ফুটপাতের ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা 

নারায়ণগঞ্জে রূপগঞ্জের মহাসড়কে ফুটপাতের চাঁদা না দেওয়ায় সুমন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। এ সময় তার সঙ্গে থাকা মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

এ ঘটনায় আহত ব্যবসায়ী হামলাকারীদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

আহত ব্যবসায়ী সুমন রূপগঞ্জের ভায়েলা মধ্যপাড়া এলাকার আবু তালেবের ছেলে। 

অভিযোগ সূত্রে জানা যায়,  ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ফাঁড়ির সামনে ফুটপাতে সুমনের দোকান থেকে ২০০ টাকা করে চাঁদা দাবী করে আসছিলো হামলাকারীরা। টাকা না দেওয়ায় সোমবার (১৬ অক্টোবর) দুপুরে ২০/২৫ জনের একটি গ্রুপ এসে সুমনের ওপর হামলা চালায়। তাকে কুপিয়ে রক্তাক্ত করে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। 

থানায় দায়েরকৃত অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন- ভুলতা ইউনিয়ন পাচাইখা এলাকার মোহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে ইমন ওরফে ইমু, মৃত কবিরের ছেলে রাশেদ আবিদ-এর ছেলে নাইম, ডরগাও এলাকার আসাদের ছেলে রিয়াদ, মিয়াবাড়ী এলাকার খলিল মুক্তারের ছেলে ফাহিম ও ভায়েলা এলাকার মতিনের ছেলে আশিক এছাড়াও অজ্ঞাত ২০-২৫ জন। 

হামলাকারীরা সুমনের কাছ থেকে নগদ ১২,০০০ টাকা ও একটি ২০ হাজার টাকা দামের মোবাইল সেট ছিনিয়ে নিয়ে গেছে। 

রাকিব/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়