ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

সরকার বিএনপির হুমকিতে ভয় পাচ্ছে না: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪০, ১৭ অক্টোবর ২০২৩  
সরকার বিএনপির হুমকিতে ভয় পাচ্ছে না: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‌‌‘বিএনপি বহুবার সরকার পতনের আল্টিমেটাম দিয়েছে। আল্টিমেটামে তো কোনো কাজ হয়নি। কারণ আওয়ামী লীগ সরকারের ওপর দেশের ৭০ ভাগ মানুষের আস্থা আছে। আওয়ামী লীগ সরকার বিএনপির হুমকিতে ভয় পাচ্ছে না।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বিএনপির জন্মই হয়েছে অবৈধ পন্থায়। যে দলের নেতা ও নেত্রী অর্থ আত্মসাৎ এবং দুর্নীতির মামলায় জেলে রয়েছেন সেই দলের নেতাদের মুখে অন্য দলকে অবৈধ বলা শোভা পায় না।

হানিফ বলেন, বিএনপি নেতাকর্মীদের আন্দোলন ছেড়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া উচিত। যদি তারা রাজনৈতিক কর্মসূচির নামে জনজীবন বিপর্যস্ত করে, সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ড করে তাহলে কঠোরভাবে তাদের দমন করা হবে। 

কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়