ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদে বরিশালে চিকিৎসক-শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতি‌বেদক, ব‌রিশাল  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ১৯ অক্টোবর ২০২৩   আপডেট: ১২:৫২, ১৯ অক্টোবর ২০২৩
ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদে বরিশালে চিকিৎসক-শিক্ষার্থীদের মানববন্ধন

ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (শেবামেক) শিক্ষক, চিকিৎসক ও দেশি-বিদেশি শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে বান্ড রোডে এ মানববন্ধন করেন তারা। এ সময় শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীদের হাতে নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে ব্যানার, ফিলিস্তিনিদের পতাকা ও বাংলাদেশের পতাকা দেখা যায়।

মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. জিএম না‌জিমুল হক বলেন, ইসরায়েলকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা সর্বাত্মক সহযোগিতা করছে কিন্তু মুসলিম বিশ্ব চুপ করে আছে এর তীব্র নিন্দা জানাই। 

হাসপাতালের প্রফেসর ডা. আ‌জিজুল হক বলেন, বিশ্বের সব মুসলিম যদি একযোগে কাজ করেন ও সহযোগিতা করেন তাহলে পুরো ইসরায়েল ধূলিস্যাৎ হয়ে যাবে।  ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলে সেখানে ফিলিস্তিনের মানচিত্র গড়তে চাই।

মানববন্ধনে হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. জাহিদ হাসান, ডা. আকবার কবির, ডা. রেজাউর রহমান, ডা. নূরুল হক, ডা. প্রবীর কুমার, ডা. আবুল হোসেনসহ সব শিক্ষক-শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/স্বপন/এসবি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়