ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

‘নতুন ফসল ওঠার আগ পর্যন্ত খাদ্যপণ্যের দাম কমার সুযোগ নেই’

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৮, ১৯ অক্টোবর ২০২৩   আপডেট: ২০:১৮, ১৯ অক্টোবর ২০২৩
‘নতুন ফসল ওঠার আগ পর্যন্ত খাদ্যপণ্যের দাম কমার সুযোগ নেই’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রবি মৌসুমের নতুন ফসল ঘরে ওঠার আগ পর্যন্ত খাদ্যপণ্যের দাম কমার সুযোগ নেই। আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করা হলেও তা ধরে রাখা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে রংপুরে নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, পেঁয়াজ আমদানিতে ভারত শুল্ক বৃদ্ধি করায় দাম বেড়ে গেছে। এছাড়া, আমদানি কমে যাওয়ায় কিছু খাদ্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

তিনি আরও বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের সুপরিকল্পনা রয়েছে। মন্ত্রণালয়ের চেষ্টাও আছে, এরপরেও বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আগামী ডিসেম্বরের দিকে নতুন ফসল আসতে শুরু করলে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক হবে।

আমিরুল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়