ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

জাতীয় পার্টি কারো সঙ্গে জোটে যাবে না: জিএম কাদের

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩১, ১৯ অক্টোবর ২০২৩   আপডেট: ২০:৪০, ১৯ অক্টোবর ২০২৩
জাতীয় পার্টি কারো সঙ্গে জোটে যাবে না: জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জাতীয় পার্টি কারো সঙ্গে জোটে যাবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা ৩০০ আসনেই প্রার্থী দেব। ইতিমধ্যে জাতীয় পার্টি এককভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের কঠোর সমালোচনা করে জি এম কাদের বলেন, নিত্যপণ্যের দামে দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। অথচ সরকার উন্নয়নের গালগল্প শোনাচ্ছে।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তফা, দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু প্রমুখ।

মাসুম/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ