ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের পর আনোয়ারায় জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ২০ অক্টোবর ২০২৩   আপডেট: ১৬:১৬, ২০ অক্টোবর ২০২৩
বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের পর আনোয়ারায় জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

কেইপিজেড মাঠ

আগামী ২৮ অক্টোবর চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আনোয়ারা উপজেলার কেইপিজেড মাঠে বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে প্রস্তুতি শুরু করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগ। প্রস্তুত করা হচ্ছে জনসভার মাঠ।

শুক্রবার (২০ অক্টোবর) দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, আগামী ২৮ অক্টোবর সকালে প্রধানমন্ত্রী চট্টগ্রামে পৌঁছবেন। এরপর তিনি বঙ্গবন্ধু টানেলের নামফলক উন্মোচন করবেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোল প্রদান করে গাড়িতে চড়ে টানেল পার হয়ে আনোয়ারা প্রান্তে যাবেন। সেখানে কেইপিজেড মাঠে বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে প্রস্তুত হচ্ছে কেইপিজেড মাঠ। নৌকার আদলে দেশের সবচেয়ে বড় মঞ্চ নির্মাণ করা হচ্ছে মাঠে।

রেজাউল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়