ঢাকা     সোমবার   ২৪ মার্চ ২০২৫ ||  চৈত্র ১১ ১৪৩১

মাছ ধরে ফেরার পথে ২ ভাইকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৭, ২০ অক্টোবর ২০২৩   আপডেট: ২২:০২, ২০ অক্টোবর ২০২৩
মাছ ধরে ফেরার পথে ২ ভাইকে কুপিয়ে হত্যা

গাজীপুর সদর উপজেলার বাঙালগাছ এলাকায় মাছ ধরে ফোরার পথে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল থানার মহিষকুরা গ্রামের আবুল কাশেমের ছেলে মো. শফিকুল ইসলাম (৩২)  মো. শুক্কুর  আলী (২৫)। তারা গাজীপুর মহানগরীর বাঙালগাছ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। 

নিহতের স্ত্রী সুমাইয়া বলেন, ‌আমার স্বামী শফিকুল ইসলাম বলাকা বাসের হেলপার ছিল। আজ বিকেলে বাসা থেকে বরশি দওয়ে মাছ ধরতে যান তিনি। রাসেল নামে একজন এসে খবর দেয় আমার স্বামী মারামারি করতাছে। খবর পেয়ে এসে দেখি আমার স্বামী ও দেবরকে মেরে ফেলেছে। আমার দেবর শুকুর আলী অটোরিকশা চালাতো। 

আরো পড়ুন:

তিনি আরও বলেন, আমার স্বামীর সঙ্গে কাঠের দোকানদার হিমেল ও তার ভাই সুমনের টাকা পয়সা নিয়ে ঝামেলা ছিল। কয়দিন আগে তাদের সঙ্গে মারামারি করছে। শত্রুতা বলতে তাদের সঙ্গেই ছিল।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-নম্বরের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায়। দুটি লাশ পেয়েছি। ঘটনাস্থলে তাদের স্বজনরা রয়েছেন। আমরা ক্রাইম ইউনিটকে খবর দিয়েছি। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

রেজাউল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়