ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

কুয়াকাটায় ১৩ ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমানা

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ২১ অক্টোবর ২০২৩   আপডেট: ১৯:০২, ২১ অক্টোবর ২০২৩
কুয়াকাটায় ১৩ ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমানা

মূল্য তালিকা প্রদর্শন না করায় ও বিশৃঙ্খলভাবে ভাসমান দোকান পরিচালনার দায়ে পটুয়াখালীর কুয়াকাটায় ১৩ ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২১ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন এ অর্থদণ্ড প্রদান করেন।

জাহাঙ্গীর হোসেন বলেন, পর্যটকদের  সর্বোচ্চ সেবা দিতে আমরা বদ্ধপরিকর। দুর্গাপূজা উপলক্ষে কুয়াকাটায় আগত পর্যটকদের অবস্থান দেখে দোকানিরা ইচ্ছেমতো পণ্যের দাম রাখছেন। নেই মূল্য তালিকা। এছাড়া, সৈকতের যত্রতত্র ভাসমান দোকান বসিয়ে অনেকেই পণ্য বিক্রি করছেন। পর্যটকরা যেন কুয়াকাটায় এসে প্রতারিত না হন, তাই অভিযান চালানো হচ্ছে।

ইমরান/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়