ঢাকা     শুক্রবার   ০৫ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২১ ১৪৩১

লুটপাট মামলায় ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ ১৩ জন কারাগারে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫২, ২২ অক্টোবর ২০২৩   আপডেট: ১৮:৫৪, ২২ অক্টোবর ২০২৩
লুটপাট মামলায় ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ ১৩ জন কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগে দায়ের হওয়া মামলায় ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান ও মেম্বারসহ ১৩ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২২ অক্টোবর) দুপুরে আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ন কবীর এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী মো. নূরে আলম সিদ্দিকী আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম টিপু ও সদস্য নুরুল ইসলাম, গোবরাতলা ইউনিয়নের মুনসেফপুরের মৃত আলতাস আলীর ছেলে মোহাম্মদ ইব্রাহিম আলী, মো. হবু আলী, শারিফ আলি, মৃত সদর আলীর ছেলে মো. ফারুক আলী, মোহাম্মদ ওসমান আলী, মৃত মফিজুল ইসলামের ছেলে আলী আহসান, মৃত দাউদ আলীর ছেলে ইউনুস আলী, হবু আলীর ছেলে আহাদ আলী, মৃত সদর আলীর মেয়ে মোসা. মোসলেমা, মোসা. রোকেয়া বেগম ও ইউনুস আলীর স্ত্রী মিলি বেগম।

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৫ এপ্রিল গোবরাতলা ইউনিয়নের দক্ষিণচরি মির্জাপুর গ্রামের শাহ জামালের ছেলে জসীম উদ্দিনের সঙ্গে একই ইউনিয়নের মুনসেফপুর গ্রামের মোসলেমা খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়।

২০২২ সালের ৩১ মে উভয়ের সম্মতিতে তাদের বিচ্ছেদ হয়। পরে ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম টিপু ইউনিয়ন পরিষদ ভবনে এ নিয়ে সালিস ডেকে দেনমোহর ও খোরপোষ বাবদ জসীমকে ২ লাখ টাকা ৩ হাজার টাকা প্রদানের নির্দেশ দেন।

কিন্তু অযৌক্তিকভাবে নির্ধারিত এই টাকা দিতে অস্বীকৃতি জানান জসীম। এতে ক্ষুব্ধ হয়ে ওই বছরের ২২ জুলাই চেয়ারম্যানের নির্দেশে আসামিরা শাহ জামালের বাড়িঘরে হামলা চালায়।

এসময় তারা ঘরের দরজায় তালা মেরে বাড়ির উঠানে থাকা দুটি গরু নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া, বাড়িতে থাকা স্বর্ণালাঙ্কার ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ওই বছরের ৩১ জুলাই জসীম উদ্দিনের বাবা মো. শাহ জামাল বাদী হয়ে মামলা করেন।

বাদীপক্ষের আইনজীবী নূরে আলম সিদ্দিকী আসাদ বলেন, চলতি বছরের ৭ আগস্ট আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। রোববার আদালতে হাজির হয়ে ১৩ আসামি জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মেহেদী/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়