সাভারে ১২ কোটি টাকার সরকারি জমি উদ্ধার
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাভারে সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ পাকা স্থাপনা ও টিন সেড উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। রোববার (২২ অক্টোবর) দুপুর ৩টার দিকে সাভারের ফুলবাড়িয়া ভূমি অফিসে সামনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে সাভারের রাজফুলবাড়িয়ার পান পাড়া এলাকার ১৮৩, ১৮৪ ও ১৮৫ নম্বর দাগের ৮৫ শতাংশ জমি দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করে ভোগ দখল করে আসছিলেন কিছু লোক। আজ আমরা সেই জমি উদ্ধারে অভিযান পরিচালনা করেছি। এই ৮৩ শতাংশ জমির আনুমানিক মূল্য ১২ কোটি টাকার চেয়ে একটু বেশি। পরবর্তীতে খাস জমি উদ্ধারে আমাদের অভিযানে পরিচালনা অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে ভেকু দিয়ে প্রায় ২০ পাকা ও টিন সেড স্থাপনা ভেঙে দেওয়া হয়। অভিযানে সাভার উপজেলা ভূমি কর্মকর্তা কাননুগ জিয়াউদ্দিন মাহমুদ, ফুলবাড়িয়া ভূমি অফিসের কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সাব্বির/মাসুদ