ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

মেম্বারের বিরুদ্ধে নারী সদস্যের মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৭, ২৩ অক্টোবর ২০২৩   আপডেট: ১৮:৩৯, ২৩ অক্টোবর ২০২৩
মেম্বারের বিরুদ্ধে নারী সদস্যের মামলা

প্রতীকী ছবি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাহবুবুর রহমান সিকদারসহ এক সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করেছেন একই ইউনিয়নের সংরক্ষিত সদস্য ফাতেমা আক্তার লিপি।

রোববার (২৩ অক্টোবর) বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন তিনি। সাইবার ট্রাইব্যুনালের বিচারক অভিযোগ তদন্ত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

মামলার বরাতে আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান বলেন, ইউপি সদস্য মাহবুবুর রহমান সিকদার সরকারি চাল ও গম কালোবাজারে বিক্রি করে অর্থ আত্মসাৎ করেন। এর প্রতিবাদ করাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেন সংরক্ষিত সদস্য লিপি। এতে ইউপি সদস্য ক্ষুব্ধ হয়ে মানসম্মান নষ্ট করার উদ্দেশ্যে ফেসবুক ও অনলাইন মিডিয়ায় তার অশালীন ছবি এবং মিথ্যা ধূমপানের ভিডিও ভাইরাল করেন। লিপি মাদকাসক্ত ও ইউনিয়ন পরিষদে প্রকাশ্যে ধূমপান করেন বলেও প্রচার করেছেন। অপপ্রচার করায় তার বিরুদ্ধে সাইবার আইনে মামলা করেছেন লিপি।

স্বপন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়