ঢাকা     রোববার   ২৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১৪ ১৪৩১

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ২৪ অক্টোবর ২০২৩   আপডেট: ১৪:২৬, ২৪ অক্টোবর ২০২৩
রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু

বাগেরহাটের রামপালে তাপ বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর ৪টার দিকে বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু হয়। দ্বিতীয় ইউনিট থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ  উৎপাদন হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, ভোর ৪টার দিকে বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। শুরুতে দ্বিতীয় ইউনিটে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

এর আগে ২০২২ সালের ১৭ ডিসেম্বর বাগেরহাটের রামপালে তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনে যায়। পরে কয়েক দফা বন্ধ হলেও, বর্তমানে কেন্দ্রটির প্রথম ইউনিট চালু রয়েছে।

শহিদুল ইসলাম/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়