ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

ঘূর্ণিঝড় মোকাবিলায় পায়রা বন্দরে ৫ কমিটি 

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ২৪ অক্টোবর ২০২৩  
ঘূর্ণিঝড় মোকাবিলায় পায়রা বন্দরে ৫ কমিটি 

ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় পায়রা সমুদ্র বন্দর কর্তৃপক্ষ পাঁচটি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করেছে। পায়রা বন্দরের মিডিয়া ইউংস ও ট্রাফিক বিভাগের উপ পরিচালক আজিজুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

কমিটিগুলো হচ্ছে- ক্ষয়ক্ষতি এড়ানো ও পূর্ব প্রস্তুতি গ্রহণ কমিটি, কন্ট্রোল রুম পরিচালনা কমিটি, ইমারজেন্সি রেসপন্স টিম, মেডিকেল টিম এবং বহিরাগত আশ্রয় প্রার্থীদের আবাসন ব্যবস্থাপনা কমিটি। 

এদিকে, ঘূর্ণিঝড়ের ক্ষতি এড়াতে ইতোমধ্যে বন্দর চ্যানেল থেকে সব জাহাজসমূহকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্দরের নিজস্ব জলযান ও ইকুইপমেন্ট সমূহ সর্বোচ্চ নিরাপদ অবস্থানে রাখা হয়েছে।

আরো পড়ুন:

পায়রা বন্দরে মিডিয়া ইউংস ও ট্রাফিক বিভাগের উপ পরিচাল আজিজুর রহমান জানান, চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় আমরা বন্দরের ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য কাজ করছি। বন্দরের জাহাজগুলো নিরাপদ স্থানে রয়েছে।

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়