ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

চাঁদপুর থেকে নৌযান চলাচল বন্ধ

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ২৪ অক্টোবর ২০২৩  
চাঁদপুর থেকে নৌযান চলাচল বন্ধ

বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় ‌‘হামুন’ ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসতে থাকায় চাঁদপুর থেকে বিভিন্ন রুটে লঞ্চসহ সব ধরণের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে নৌযান চলাচল বন্ধের নির্দেশনা দেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক মো. শাহাদাত হোসেন।

বিআইডব্লিউটিএ চাঁদপুর কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ইতোমধ্যে ঘূর্ণিঝড় হামুন জন্য ৭ নম্বর বিপদ সংকেত জারি করেছে। এই সংকেতের মানে, বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ মাত্রার ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। 

বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক মো. শাহাদাত হোসেন বলেন, ঘূর্ণিঝড় হামুন-এর কারণে চাঁদপুর নদী বন্দর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-চাঁদপুর, চাঁদপুর-নারায়ণগঞ্জ, ঢাকা-চাঁদপুর ভায়া শরিয়তপুর, মজু চৌধুরীর হাট (লক্ষীপুর), ইলিশা ঘাট (ভোলা) নৌ-পথের সব ধরনের লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সব নৌযানকে নিরাপদ স্থানে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

অমরেশ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়