ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

২৮ অক্টোবর নিয়ে যা বললেন প‌রিকল্পনামন্ত্রী 

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ২৪ অক্টোবর ২০২৩   আপডেট: ২০:০১, ২৪ অক্টোবর ২০২৩

আগা‌মী ২৮ অক্টোবর দেশে কি হতে যাচ্ছে এমন প্রশ্নের উত্তরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান অনেকটাই র‌সিকতা করে বলেছেন, ‘২৭ অক্টোবর পরে ২৮, এরপরে ২৯ আসবে।‌ এইভাবেই চলবে। আল্লাহর দুনিয়াতে দিনের পর দিন আসে কোনো বেশি কম নেই। কোনো শক্তি দিন আসা যাওয়াকে আটকাতে পারবে না। যেভা‌বে দিন যায় সেভা‌বেই যা‌বে।’ 

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকাল ৪টায় সুনামগ‌ঞ্জের জগন্নাথপু‌রের রা‌নিগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াটার সাপ্লাই প্রকল্পের উদ্ধোধন শে‌ষে তিনি একথা ব‌লেন।

মন্ত্রী বলেন, আমরা যা কর‌ছি তার বিচার করবে জনগণ। আমরা আইনের বাইরে কোনো কাজ কর‌ছি না। গত তিন বছর ধরে শুনছি, সরকারের পতন চায় বিএন‌পি। এসব বলে বিএন‌পি জনগণকে উস্কা‌নি দি‌চ্ছে। আমরা দেশেরর উন্নয়ন কর‌ছি, কারো কোনো ক্ষ‌তি কর‌ছি না।

আরো পড়ুন:

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম প্রমুখ।

মনোয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়