দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘হামুন’, অতিক্রম করছে চট্টগ্রাম উপকূল
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ শক্তি ক্ষয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বর্তমানে ঝড়টির অগ্রভাগ চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করতে শুরু করেছে। এটি শেষ রাত নাগাদ উপকূলীয় এলাকা অতিক্রম সম্পন্ন করতে পারে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, ‘হামুন’ আরও দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি সন্ধ্যা ৬টার কিছু পরে উপকূল অতিক্রম শুরু করেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এখনো চট্টগ্রাম ও কক্সবাজারে সমুদ্রবন্দরে ৭ নম্বর ও মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৫ নম্বর বিপদ সংকেত বহাল রয়েছে। ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রমের সময় কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া ও টেকনাফ এবং প্রবালদ্বীপ সেন্টমার্টিনসহ আশপাশের কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে।
এর আগে, আজ আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া ১২ নম্বর বুলেটিনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ পূর্ব-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে একই এলাকায় রয়েছে। এটি মঙ্গলবার সন্ধ্যা নাগাদ কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এটি সন্ধ্যা থেকে রাতের মাঝে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে।
ঢাকা/হাসান/মাসুদ
- ১ মাস আগে কক্সবাজারে খোলা আকাশের নিচে চলছে শিক্ষার্থীদের পাঠদান
- ২ মাস আগে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবার পেল টিন ও অর্থ
- ২ মাস আগে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক
- ২ মাস আগে সদরঘাট থেকে লঞ্চ চলাচল শুরু
- ২ মাস আগে হামুনের প্রভাব কেটে যাওয়ায় বরিশাল থেকে লঞ্চ চলাচল শুরু
- ২ মাস আগে উপকূল অতিক্রম করলো হামুন, নামলো বিপদ সংকেত
- ২ মাস আগে ঘূর্ণিঝড় হামুন: কক্সবাজারে ৩ জনের মৃত্যু
- ২ মাস আগে কক্সবাজারে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘হামুন’
- ২ মাস আগে নোয়াখালীতে আতঙ্কে দ্বীপের মানুষ
- ২ মাস আগে কক্সবাজারে ৭ নম্বর বিপদ সংকেত
- ২ মাস আগে নিষেধাজ্ঞা আশীর্বাদ হয়ে এসেছে জেলেদের জন্য
- ২ মাস আগে চাঁদপুর থেকে নৌযান চলাচল বন্ধ
- ২ মাস আগে ঘূর্ণিঝড় মোকাবিলায় পায়রা বন্দরে ৫ কমিটি
- ২ মাস আগে মোংলা বন্দরের কার্যক্রম স্বাভাবিক
- ২ মাস আগে চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা, লোকজনকে সরিয়ে নিচ্ছে প্রশাসন