ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ইমাম উদ্দীন আর নেই

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৩, ২৪ অক্টোবর ২০২৩  
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ইমাম উদ্দীন আর নেই

ইমাম উদ্দীন আহমদ চৌধুরী

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ইমাম উদ্দীন আহমদ চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে সিলেট নগরীর হাউজিং এস্টেটস্থ বাসভবনে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯৭ বছর। পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আগামী ২৭ অক্টোবর শুক্রবার বাদ জুমা হযরত শাহজালাল (রহ.) দরগাহে ইমাম উদ্দীন আহমদ চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। 

মৃত্যুকালে ইমাম উদ্দীন আহমদ চৌধুরী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।

আরো পড়ুন:

ইমাম ইমাম উদ্দীন আহমদ চৌধুরী বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি ই এ চৌধুরী, বাংলাদেশের বীমা ব্যক্তিত্ব নাসির এ চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য  শফি এ চৌধুরীর সহোদর। তাঁর একমাত্র ছেলে ডা. নিয়াজ আহমদ চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সাবেক চিকিৎসক বিশিষ্ট ভাসকুলার সার্জন।

ইমাম উদ্দীন আহমদ চৌধুরী ১৯২৬ সালের ১০ ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রেঙ্গা পরগনার দাউদপুর গ্রামের এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরহুম খান বাহাদুর গৌছ উদ্দীন আহমদ চৌধুরী আসাম লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য ছিলেন। ইমাম উদ্দিন আহমদ চৌধুরী ১৯৯১ সালের  ৭ জানুয়ারি বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রেসিডেন্ট বিচারপতি সাহাবুদ্দিন আহমদের উপদেষ্টা পদে নিয়োগ লাভ করেন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

ইমাম উদ্দীন আহমদ চৌধুরী ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম ব্যাচের ছাত্র হিসেবে ১৯৫১ সালে প্রথম শ্রেণিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেন। শিক্ষা জীবন শেষে তিনি ১৯৫১ সালে পূর্ব বঙ্গ সরকারের কমিউনিকেশন এন্ড বিল্ডিং বিভাগে এসিসট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ লাভ করেন। ১৯৮০ সালে ইমাম উদ্দীন আহমদ চৌধুরী পরিকল্পনা বিভাগের সচিবের দায়িত্ব পান। ১৯৮২ সালে পরিকল্পনা বিভাগের দায়িত্ব ছাড়াও পরিকল্পনা কমিশনে সদস্যের দায়িত্বও পান। কয়েক মাস রেলওয়ে বিভাগের সচিবের দায়িত্ব পালনের পর অক্টোবর ১৯৮৫ সালে পূর্ত মন্ত্রণালয়ের সচিব নিযুক্ত হন এবং এ পদ থেকে ১৯৮৭ সালের ৬ জানুয়ারি অবসর গ্রহণ করেন।

নূর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়