ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ২৫ অক্টোবর ২০২৩   আপডেট: ১৬:৪৪, ২৫ অক্টোবর ২০২৩
চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক

ঘূর্ণিঝড় ‘হামুন’-এর বিপদ কেটে যাওয়ায়  চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) দুপুরের পর থেকেই বন্দরের জেটিতে ভিড়তে শুরু করেছে জাহাজ। বন্দর অভ্যান্তরে কন্টেইনার হ্যান্ডলিংও শুরু হয়েছে। 

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক এতথ্য নিশ্চিত করেছেন। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে গতকাল মঙ্গলবার বিকেলে বন্দরে এলার্ট তিন জারি করা হয়েছিল। ঝড় চলে যাওয়ায় আজ দুপুরে এলার্ট প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়ের ক্ষতি থেকে বন্দর রক্ষায় যেসব বড় জাহাজ গতকাল মঙ্গলবার বহির্নোঙরে অবস্থান করছিল সেই জাহাজগুলো আবারো বন্দর জেটিতে ফিরিয়ে আনা হচ্ছে। বন্দরের কনটেইনার হ্যান্ডলিং ও কার্গো হ্যান্ডলিং স্বাভাবিক রয়েছে। বন্দর থেকে পণ্য ডেলিভারিও স্বাভাবিকভাবে চলমান রয়েছে।

আরো পড়ুন:

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়