লালমনিরহাটে ইউপি চেয়ারম্যান বহিষ্কার
লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
কৃষ্ণকান্ত রায়
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কৃষ্ণকান্ত রায়কে অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামসুল হককে চেয়ারম্যান পদের দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে পত্র ইস্যু করে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারয়োরার।
২৫ অক্টোবর এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত চিঠিতে অর্থআত্মসাতের বিষয়টি প্রমাণিত বলে উল্লেখ করা হয়। চিঠিতে বলা হয়, কৃষ্ণকান্ত রায়কে উপকার ভোগীদের ৩ লাখ ২ হাজার ২৮০ টাকা বিতরণ না করে নিজের হাতে রেখেছেন। যা তদন্তে প্রমাণ পেয়েছে তদন্তকারীরা।
ওই পত্রে চেয়ারম্যান কৃষ্ণকান্ত রায়কে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তার কারণ ১০ কর্মদিবসের মধ্যে লালমনিরহাট জেলা প্রশাসকের অফিসে দিতে বলা হয়েছে।
এ বিষয়ে ইউএনও জি আর সারওয়ার বলেন, এর আগেও তদন্ত করা হয়েছে। তদন্ত রিপোর্ট জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে চেয়ারম্যান সাময়িক বহিষ্কার করা হয়েছে।
জামাল/বকুল