ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩১

প্রতিবন্ধীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ 

নড়াইল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪২, ২৭ অক্টোবর ২০২৩   আপডেট: ১৮:৫২, ২৭ অক্টোবর ২০২৩
প্রতিবন্ধীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ 

নড়াইলের লোহাগড়া উপজেলায় বাক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মিটু শেখ (৪৫) নামের মুদি দোকানদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার দোয়ামল্লিকপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিটু একই গ্রামের মৃত শাহজাহান শেখের ছেলে।

পুলিশ জানায়, মিটু শেখ গতকাল বিকেলে ভুক্তভোগী কিশোরীকে হাত ধরে টেনে একটি দোকানের পাশের পরিত্যক্ত স্থানে নিয়ে যায়। এরপরে তিনি ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন। বাড়িতে ফিরে ওই কিশোরী তার ভাবিকে ঘটনাটি জানায়। পরে পরিবারের লোকজন ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, গতকাল রাতে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন:

শরিফুল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়