ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়া ৩ বিজিপি সদস্যকে ফেরত

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ২৮ অক্টোবর ২০২৩  
বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়া ৩ বিজিপি সদস্যকে ফেরত

ভুল করে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে মিয়ানমারের সীমান্তরক্ষা বাহিনী বিজিপির তিন সদস্য। তাদের হাতেনাতে ধরে ফেলে বাংলাদেশের বিজিবি। পরে দুই দেশের সীমান্তরক্ষীদের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে বিজিবি-বিজিপির পতাকা বৈঠকের মাধ্যমে বিজিপির তিন সদস্যকে হস্তান্তর করা হয়। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ এ সব তথ্য নিশ্চিত করেন।

লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, ‘শনিবার সকাল ৯টার দিকে ঝিমংখালী সীমান্তে মিয়ানমারের ৭ বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) তিন সদস্য অস্ত্র, গুলি, ওয়াকিটকি, মোবাইল ফোন নিয়ে কাঠের নৌকা করে ঢুকে পড়ে। এ সময় টহলরত বিজিবির সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে আটক করে। আটক বিজিপির সদস্যরা ভুলক্রমে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করেছে বলে জানান।’

২ বিজিবির অধিনায়ক আরও বলেন, ‘আটকের পর তাদের ২ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আনা হয়। মিয়ানমারের বিজিপির সঙ্গে যোগাযোগের পর বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।’
 

তারেকুর/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়