ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল, দূরপাল্লার বাস চলছে না

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ২৯ অক্টোবর ২০২৩   আপডেট: ১৬:০৪, ২৯ অক্টোবর ২০২৩
চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল, দূরপাল্লার বাস চলছে না

চট্টগ্রামে অনেকটা ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে বিএনপির হরতাল। কর্মসূচি পালনে বিএনপি নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয় তালা দেওয়া রয়েছে। সেখানে কোন নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কোথাও কোন হরতালের প্রভাব পড়েনি। নগরীর সর্বত্র যানবাহন চলাচল করছে। নগরীতে রিকশা, অটোরিকশাসহ অন্যান্য গণপরিবহনের চলাচল করছে। তবে অন্যান্য দিনের চেয়ে নগরীতে মানুষের চলাচল যাতায়ত কম রয়েছে। এছাড়া, দূরপাল্লার যানবাহন চলাচল করছে না। 

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান জানান, চট্টগ্রাম থেকে বিভিন্ন রুটে বাস চলাচল করছে। তবে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। 

এদিকে, চট্টগ্রাম মহানগরীর বিভিন্নস্থানে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নগরীর কোথাও কোনো মিটিং মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

রেজাউল করিম/ইভা 

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়