শান্তি সমাবেশে এসে আওয়ামী লীগ নেতার মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রতিহত করতে শান্তি মিছিল নিয়ে কুমিল্লার কান্দিরপাড় আসার পর মৃত্যু হয়েছে বিল্লাল হোসেন নামে এক আওয়ামী লীগ নেতার।
রোববার (২৯ অক্টোবর) সকালে বিল্লাল হোসেন মারা যান। তিনি কুমিল্লা নগরীর চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর আসনের এমপি হাজী আ.ক.ম বাহার উদ্দিন বাহার।
একই ওয়ার্ডের কাউন্সিলর এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাজিম বলেন, ‘বিল্লাল হোসেন মিছিল নিয়ে কাপ্তান বাজার থেকে কান্দিরপাড় আসেন। এ সময় বুকে ব্যথা অনুভব করে ঢলে পড়েন। পরে তাকে নগরীর মুন হসপিটালে নিয়ে গেলে কিছুক্ষণ আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
কোতোয়ালী মডেল থানা ওসি সানজু মোরশেদ বলেন, আমি শুনেছি। তবে কেনো মারা গেলো বিস্তারিত এখনো জানা যায়নি।
রুবেল/টিপু