ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বগুড়ায় ইউএনও’র গাড়িতে হামলা

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৩, ২৯ অক্টোবর ২০২৩  
বগুড়ায় ইউএনও’র গাড়িতে হামলা

বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফিরোজা পারভীনের গাড়িতে হামলা চালিয়েছে হরতাল সমর্থকরা। রোববার (২৯ অক্টোবর) ‍দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ার ঢাকা-রংপুর মহাসড়কের বাঘোপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউএনও ফিরোজা পারভীন সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের একটি পূজা মণ্ডপ পরিদর্শন করে উপজেলা পরিষদে ফিরছিলেন।  বাঘোপাড়া এলাকায় পৌঁছলে হরতাল সমর্থনকারীরা তার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় গাড়ির সামনের অংশ এবং পাশের জানালার গ্লাস ভেঙে যায়।

ইউএনও ফিরোজা পারভীন বলেন, তিনি একটি পূজামণ্ডপ পরিদর্শন করে নিজ কার্যালয়ে ফিরছিলেন। পথিমধ্যে হরতাল সমর্থকরা তার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও গাড়ির ভেতরে থাকা কারো কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো পড়ুন:

এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়