ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

ওএসডি করা হয়েছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষকে

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৪, ২৯ অক্টোবর ২০২৩  
ওএসডি করা হয়েছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষকে

অধ্যাপক শাহজাহান আলী

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহজাহান আলীকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়েছে। 

রোববার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ-২ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেছেন উপসচিব সামিয়া ইয়াসমিন।

আরো পড়ুন:

প্রজ্ঞাপনে অধ্যক্ষ শাহজাহান আলীকে আগামী ৫ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন বলে উল্লেখ করা হয়েছে।

অধ্যক্ষ শাহজাহান আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারি আদেশ হতেই পারে। তবে কি কারণে এই আদেশ তা তিনি জানেন না।  

এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়