ঢাকা     সোমবার   ১৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ২ ১৪৩১

সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ৩০ অক্টোবর ২০২৩  
সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জে পারিবারিক কলহের জেরে খুশিয়া বেগম (২১) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার দায়ে তার স্বামী মো. শামীম শেখকে (৩৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এ রায় দেন। আদালতের অতিরিক্ত (পিপি) জেবুন্নেছা জেবা রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালে খুশিয়া বেগমের সঙ্গে শামীম শেখের বিয়ে হয়। পরবর্তীতে পারিবারিক বিষয় নিয়ে শামীমের সঙ্গে খুশিয়ার কথা-কাটাকাটি হতো। এর জেরে, ২০০৯ সালের ১১ জুলাই রাতে খুশিয়াকে শ্বাসরোধে হত্যা করেন শামীম। পরে মামলা হলে গ্রেপ্তার হন তিনি। দীঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

রাসেল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়