ঈশ্বরদীতে বিএনপির ঝটিকা মিছিল অগ্নিসংযোগ, ভাঙচুর
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অবরোধের প্রথম দিন মঙ্গলবার সকালে পাবনার ঈশ্বরদীতে অবরোধকারীরা ঝটিকা মিছিল, অগ্নিসংযোগ ও কয়েকটি অটোরিকশা ভাঙচুর করেছে।
শহরের রেলগেটে সকাল সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সকাল আনুমানিক সোয়া ছটার দিকে ২০ থেকে ২৫ জন যুবক হাতে লাঠি ও ধারালো অস্ত্রসহ রেলগেট এলাকায় এসে অবরোধের পক্ষে স্লোগান দেয়। এ সময় অবরোধকারীরা রেলগেট ট্রাফিক আইল্যান্ডের সঙ্গে সাঁটানো স্থানীয় এমপি মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসসহ বেশ কয়েকজন নেতার শুভেচ্ছা সম্বলিত ব্যানার ও পোস্টার ছিঁড়ে আগুন দেয় এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধের সমর্থনে স্লোগান দিতে তাকে। খবর পেয়ে টহলে থাকা পুলিশ ভ্যান এলে অবরোধকারীরা রেলগেট হয়ে বাজারের দিকে চলে যায়।
একই সময় রেলগেটে পাকশী ও লালপুর সড়কে চলাচলকারী পাঁচটি সিএনজি ও ব্যাটারিচালত অটোরিকশা ভাঙচুর করে অবরোধকারীরা।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার বলেন, সকালে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে পুলিশের।
শাহীন//
- ১১ মাস আগে ৭ ফেব্রুয়ারি সাজেকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ
- ০ মাস আগে বগুড়ায় যুবদলের ৩ কর্মী গ্রেপ্তার
- ০ মাস আগে আ. লীগের ডামি নির্বাচন বিশ্ব প্রত্যাখান করেছে: রিজভী
- ০ মাস আগে অবরোধের সমর্থনে ঝিনাইদহে বিএনপির মিছিল
- ১ মাস আগে বগুড়ায় মিছিল থেকে ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত
- ১ মাস আগে নারায়ণগঞ্জে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
- ১ মাস আগে অবরোধে চট্টগ্রামে যান চলাচল স্বাভাবিক
- ১ মাস আগে মানিকনগরে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন
- ১ মাস আগে রাজশাহী নগর ভবনের সামনে ২ ককটেল নিক্ষেপ
- ১ মাস আগে সাভারে বাসে আগুন
- ১ মাস আগে চট্টগ্রামে বাসে আগুন দেওয়ার ৩ ছাত্রদল কর্মী গ্রেপ্তার
- ১ মাস আগে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের পাশে ককটেল বিস্ফোরণ
- ১ মাস আগে ফেনীতে নাশকতার সরঞ্জামসহ গ্রেপ্তার ২
- ১ মাস আগে অবরোধ সমর্থনে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- ১ মাস আগে ফেনীতে গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ, আহত ১০