ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

টাঙ্গাইলে অবরোধ বিরোধী মিছিলে দু-গ্রুপে সংঘর্ষ, আহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৯, ৩১ অক্টোবর ২০২৩   আপডেট: ১৫:৫০, ৩১ অক্টোবর ২০২৩
টাঙ্গাইলে অবরোধ বিরোধী মিছিলে দু-গ্রুপে সংঘর্ষ, আহত ৩

টাঙ্গাইলে আওয়ামী লীগের অবরোধ বিরোধী মিছিলে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে আদালত প্রাঙ্গণে শহর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীরের উপস্থিতিতে সংঘর্ষ হয়। এ ঘটনার সূত্র ধরে শহরের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল ফকিরকে কুপিয়ে আহত করা হয়েছে। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শহর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীরের নেতৃত্বে অবরোধ বিরোধী মিছিল বের হয়। মিছিলটি আদালত প্রাঙ্গণে গেলে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ন রশিদ আকন্দ সোনা ও সাধারণ সম্পাদক হেলাল ফকির মধ্যে কথা কাটিকাটি হয়। বিষয়টি তাৎক্ষণিক পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর সমাধান করেন। পরবর্তীতে সভাপতি হুমায়ন রশিদ আকন্দ সোনা তার পশ্চিম আকুর টাকুর পাড়া বাড়িতে যাওয়ার সময় প্রতিপক্ষরা তার উপর হামলা করে। পরে তিনি নিজেকে রক্ষার জন্য উল্টো হামলা করেন। এক পর্যায়ে সাধারণ সম্পাদক হেলাল ফকির কুপিয়ে আহত করা হয়। হেলাল ফকির বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হেলাল ফকির ছাড়াও তার ছেলে ইব্রাহিম ফকির ও অনুসারী আজিজ ফকির আহত হয়েছে।

এ বিষয়ে হুমায়ন রশিদ আকন্দ সোনা বলেন, ‘প্রথম ঘটনাটি মেয়র সমাধান করেন। পরে আমি বাড়িতে যাওয়ার সময় প্রতিপক্ষরা আমার উপর হামলা করে। পরে আমাকে রক্ষা করার জন্য আমার অনুসারীরা উল্টো হামলা করে।’ 

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু ছালাম মিয়া বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। এ ঘটনায় তিন জন আহত হয়েছে। এখনও পর্যন্ত কোনো পক্ষ মামলা বা অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

কাওছার/বকুল

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়