ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

রাজশাহীতে সড়ক অবরোধের চেষ্টা, শহরে যান চলাচল স্বাভাবিক

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ৩১ অক্টোবর ২০২৩  
রাজশাহীতে সড়ক অবরোধের চেষ্টা, শহরে যান চলাচল স্বাভাবিক

সড়ক অবরোধ করতে আসা নেতাকর্মীরা পুলিশের আসলে পালিয়ে যায়

বিএনপির ডাকা তিন দিনের অবরোধ রাজশাহীতে চলছে। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩১ অক্টোবর) প্রথম দিন জেলা এবং মহানগর বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করার চেষ্টা করে। তবে এ অবরোধ খুব স্বল্প সময়ের জন্য ছিল। রাজশাহীতে দূরপাল্লার বাস ছাড়া সব ধরনের যানবাহন চলেছে। শহর অন্যান্য দিনের মতোই স্বাভাবিক দেখা গেছে। 

তবে অবরোধ কর্মসূচি পালন করতে সকাল সাড়ে ৬টার দিকে মহানগরীর উপকণ্ঠ কাপাসিয়া এলাকায় বিএনপির ১৫-২০ জন নেতাকর্মী বিক্ষোভ মিছিল করে। এ সময় রাজশাহী-ঢাকা মাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। তবে এ অবরোধ মাত্র ১০ মিনিট স্থায়ী ছিল। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে নেতাকর্মীরা সেখান থেকে সরে যায়। পুঠিয়ায় মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শিবিরের এক কর্মীকে আটক করেছে পুলিশ। 

পুঠিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, পুঠিয়া উপজেলা সদরে সকাল ৯টার দিকে ট্রাকে অগ্নিসংযোগের সময় আব্দুল কাদের (২০) নামে শিবিরকর্মীকে আটক করা হয়েছে। পুঠিয়ার বেলপুকুর এবাং ভড়ুয়াপাড়ায় দুটি ট্রাক ভাঙচুরের চেষ্টা চালিয়েছে জামায়াত-শিবিবের কর্মীরা।  এ সময় পুলিশ সেখানে উপস্থিত হলে নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় মহানগর ছাত্রদলের ১০-১২ জন নেতাকর্মী আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ সেখানে গেলে নেতাকর্মীরা সরে যায়। এছাড়া মহানগরীর উপকণ্ঠ লিলি সিনেমা হলের মোড়েও সিটি বাইপাস সড়ক অবরোধের চেষ্টা করে। খড়খড়ি বাইপাস সড়কেও অবরোধ করে মিছিল করে শিবির কর্মীরা।

বিএনপি-জামায়াতের সন্ত্রাস এবং নাশকতার বিরুদ্ধে নগরীর ১২টি পয়েন্টে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা নগরীতে শান্তি মিছিলও করেন। রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যুবলীগ নেতা তৌরিদ আল মাসুদ রনি এবং মুকুল শেখের নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান নেন। এ সময় যুবলীগ নেতারা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেন।

অবরোধে সকাল থেকে বাস চলাচল বন্ধ ছিল। তবে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, আন্তঃজেলা রুটে যাত্রীর সংখ্যা কম। যাত্রী হওয়া সাপেক্ষে বাস চলাচল করেছে। তবে দূরপাল্লার বাসগুলো চলাচল করেনি যাত্রী সংকটের কারণে।

রাবির একাডেমিক ভবনে তালা
ভোর ৫টায় ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা তিনটি একাডেমিক ভবনে তালা দেন। ভবনগুলো হলো- স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন, কৃষি অনুষদ ভবন এবং ড. মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবন। আড়াই ঘণ্টা পর সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নির্দেশে তালা খুলে দেন নিরাপত্তা কাজে নিয়োজিত প্রহরীরা। 

জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, একাডেমিক ভবনে লাগানো তালা গার্ডদের দিয়ে খুলে ফেলা হয়েছে। ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকালের বাসগুলো নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে ক্যাম্পাস থেকে ছেড়ে গেছে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র জামিরুল ইসলাম জানান, কিছু এলাকায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটনের চেষ্টা করেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
 

কেয়া/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ