ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

নারায়ণগঞ্জে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর 

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ১ নভেম্বর ২০২৩   আপডেট: ১২:৫১, ১ নভেম্বর ২০২৩
নারায়ণগঞ্জে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর 

সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে বিএনপির ডাকে টানা ৭২ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে দলের নেতাকর্মীরা।  এ সময় তারা কভার্ডভ্যান ও অটোরিকশা ভাঙচুর করে। 

বুধবার (১ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের বান্টি বাজার এলাকায় বিএনপির নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে।

এদিকে, শহরের চাঁনমারি এলাকায় বিক্ষোভ মিছিল করে অবরোধ করার চেষ্টা করে তারা। এসময় পুলিশ আসলে অবরোধকারীরা পালিয়ে যায়। তবে জেলায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দূরপাল্লার কোনো বাস চলাচল করেনি। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে। 

রাকিব/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়