ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় সমাজসেবা কর্মকর্তাসহ আহত ৯

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ১ নভেম্বর ২০২৩   আপডেট: ১৫:৫৭, ১ নভেম্বর ২০২৩
ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় সমাজসেবা কর্মকর্তাসহ আহত ৯

ঝালকাঠির রাজাপুরে ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেনসহ ৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বড়ইয়া ইউনিয়নের চর পালট এলাকায় এ ঘটনা ঘটে।

মৎস্য কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় ইলিশ রক্ষায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেনের নেতৃত্বে বিষখালী নদীতে ট্রলার নিয়ে অভিযানে নামে ৭ সদস্যের একটি দল। এসময় নদীতে অবস্থানরত ৫০-৬০ জনের জেলে দল কর্মকর্তাদের ট্রলার ঘিরে ফেলে এবং অতর্কিত হামলা চালায়।

এসময় সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন, মৎস্য কর্মকর্তা কার্যালয়ের তিন কর্মকর্তা, দুই আনসার সদস্য, এক ইউনিয়ন সমাজকর্মী, ট্রলারের চালক ও হেলপারসহ ৯ জন আহত হন। খবর পেয়ে স্থানীয়রা বিষখালী নদী থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

এ ঘটনায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছার বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩০-৩৫ জনের নামে রাজাপুর থানায় একটি মামলা করেছেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

অলোক/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়