ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ১ নভেম্বর ২০২৩   আপডেট: ১৭:৪১, ১ নভেম্বর ২০২৩
ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনের বিকল ইঞ্জিন সচল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে, দুপুর পৌনে ২টার দিকে ময়মনসিংহ নগরীর সুতিয়াখালী এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এর ফলে, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ রেলস্টেশনের মাস্টার নাজমুল হক খান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হলে ঢাকা-ময়মনসিংহ রুটে টেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকেল বিকল ইঞ্জিন সচল হলে ট্রেন চলাচল সচল হয়।

লোকোশেড ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জামালপুর এক্সপ্রেস ট্রেনের বিকল হওয়া ইঞ্জিন সচল করা হয়। এরপর ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। 

মিলন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়